২ শমূয়েল 22:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু যখন দায়ূদকে শৌল ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গান গেয়েছিলেন:

2. সদাপ্রভুই আমার উঁচু পাহাড়,আমার দুর্গ ও আমার মুক্তিদাতা;

3. আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়,তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই।তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং,আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান।অত্যাচারী লোকদের হাত থেকেতুমি আমাকে রক্ষা কর।

4. সদাপ্রভু প্রশংসার যোগ্য,আমি তাঁকে ডাকি;তাতে আমার শত্রুদের হাত থেকেআমি রক্ষা পাই।

২ শমূয়েল 22