১ শমূয়েল 2:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. তারপর হান্না প্রার্থনা করে বললেন,“সদাপ্রভুকে নিয়েই আমি আনন্দ করি;সদাপ্রভুই আমাকে জয় দান করেছেন।আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলেআনন্দ-গান করছি;তুমি আমাকে শত্রুদের হাত থেকেউদ্ধার করেছ বলেআমি আনন্দিতা।

2. সদাপ্রভুর মত পবিত্র আর কেউ নেই,কারণ তুমি ছাড়া আর কোন ঈশ্বর নেই;আমাদের ঈশ্বরের মতআশ্রয়-পাহাড় আর নেই।

3. তোমরা আর গর্বের কথা বোলো না,অহংকারের কথা তোমাদের মুখ থেকেবের না হোক;কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সবকিছু জানেন,আর তিনিই কাজের ওজন করেন।

4. শক্তিমানদের ধনুক ভেংগে গেছে,কিন্তু যারা পড়ে গিয়েছিলতারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।

১ শমূয়েল 2