১ বংশাবলি 8:1-11 পবিত্র বাইবেল (SBCL)

1. বিন্যামীনের প্রথম ছেলে হল বেলা, দ্বিতীয় অস্‌বেল, তৃতীয় অহর্হ,

2. চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।

3. বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,

4. অবীশূয়, নামান, আহোহ,

5. গেরা, শফূফন ও হূরম।

10. যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা।

11. হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।

১ বংশাবলি 8