8. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,
78-79. তারা যিরীহোর পূর্ব দিকে যর্দনের ওপারে রূবেণ-গোষ্ঠীর এলাকা থেকে মরু-এলাকার বেৎসর, যাহসা, কদেমোৎ ও মেফাৎ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ পেল।
80-81. তারা গাদ-গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।