14. তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
15. যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেনহাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথাচিরকাল মনে রেখো।
16. সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্যস্থাপন করেছিলেনআর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।
17. তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছেনিয়ম হিসাবেআর ইস্রায়েলের কাছেচিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।
18. তিনি বলেছিলেন,“আমি তোমাকে কনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”