হিতোপদেশ 9:11-16 পবিত্র বাইবেল (SBCL)

11. সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে,তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।

12. তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপ কারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”

13. নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করেসে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।

14. সে তার ঘরের দরজার পাশেশহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।

15. যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায়তাদের সে ডেকে বলে,

16. “বোকা লোকেরা এখানে আসুক।”যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,

হিতোপদেশ 9