হিতোপদেশ 8:32-35 পবিত্র বাইবেল (SBCL)

32. “ছেলেরা আমার, এখন আমার কথা শোন;যারা আমার পথে চলে তারা সুখী।

33. আমার নির্দেশে কান দাও, জ্ঞানবান হও,অবহেলা কোরো না।

34. যে লোক আমার কথা শোনেআর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকেও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে সে সুখী;

35. কারণ যে আমাকে পায় সে জীবন পায়আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়।

হিতোপদেশ 8