হিতোপদেশ 8:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. সুবুদ্ধি কি ডাক দেয় না?বিচারবুদ্ধি কি চিৎকার করে কথা বলে না?

2. পথের পাশে উঁচু জায়গায়যেখানে পথ গিয়ে পথের সংগে মিলেছেসেখানে সুবুদ্ধি দাঁড়িয়ে থাকে।

3. শহরে যাবার পথে ফটকের কাছে সে জোরে চেঁচিয়ে বলে,

হিতোপদেশ 8