হিতোপদেশ 7:8-12 পবিত্র বাইবেল (SBCL)

8. সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল,তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল;

9. তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়েরাতের গভীর অন্ধকার নেমে এসেছিল।

10. সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতেবের হয়ে আসল;তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।

11. সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে,তার পা কখনও ঘরে থাকে না;

12. কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে।

হিতোপদেশ 7