হিতোপদেশ 6:26-29 পবিত্র বাইবেল (SBCL)

26. কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যেনিয়ে যাবে,আর ব্যভিচারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে।

27. যদি কেউ আগুন তুলে নিয়ে নিজের কোলে রাখেতবে কি তার কাপড় পুড়ে যাবে না?

28. যদি কেউ জ্বলন্ত কয়লার উপরে হাঁটেতবে তার পা কি পুড়ে যাবে না?

29. যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়;যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে।

হিতোপদেশ 6