হিতোপদেশ 4:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. সন্তানেরা, বাবার উপদেশে কান দাও,বিচারবুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও।

2. আমি তোমাদের ভাল শিক্ষা দিচ্ছি,সেইজন্য আমার নির্দেশের অবাধ্য হোয়ো না।

3. আমিও তো আমার বাবার ছেলে ছিলাম,মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।

4. তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন,“তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রেখো;আমার আদেশ মেনে চোলো, তাতে বাঁচবে।

হিতোপদেশ 4