হিতোপদেশ 31:24-28 পবিত্র বাইবেল (SBCL)

24. সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন;কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।

25. ক্ষমতা ও মর্যাদাই হল তাঁর পোশাক;ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তাঁর কোন চিন্তা-ভাবনা হয় না।

26. তিনি বুদ্ধি করে কথা বলেন;ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।

27. তাঁর পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন;তিনি পরিশ্রম করে খান।

28. তাঁর ছেলেমেয়েরা তাঁকে সকলের সামনে ধন্য বলে;তাঁর স্বামীও তাঁর প্রশংসা করে বলেন,

হিতোপদেশ 31