হিতোপদেশ 29:15-17 পবিত্র বাইবেল (SBCL)

15. সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে,কিন্তু যে ছেলেকে শাসন করা হয় নাসে তার মাকে লজ্জা দেয়।

16. দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে পাপের বৃদ্ধি হয়,কিন্তু ঈশ্বরভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়।

17. তোমার ছেলেকে শাসন কর,তাতে সে তোমাকে শান্তিতে রাখবেআর তোমার প্রাণে আনন্দ দেবে।

হিতোপদেশ 29