হিতোপদেশ 24:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. জ্ঞানী লোকের মহা ক্ষমতা আছে,আর বুদ্ধিমান লোক নিজের শক্তি বাড়ায়।

6. যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই,আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়।

7. জ্ঞান অসাড়-বিবেক লোকের নাগালের বাইরে;শহর-ফটকের সভাতে তার কিছু বলবার যোগ্যতা থাকে না।

8. যে কেউ মন্দের পরিকল্পনা করেলোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে।

হিতোপদেশ 24