হিতোপদেশ 2:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. ছেলে আমার, তুমি যদি আমার কথা শোনআর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশজমা করে রাখ,

2. যদি সুবুদ্ধির কথায় কান দাওআর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও,

3. যদি বিবেচনা-শক্তিকে ডাকআর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে,

4. যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির খোঁজ করআর গুপ্তধনের মত তা খুঁজে দেখ,

হিতোপদেশ 2