হিতোপদেশ 18:15-18 পবিত্র বাইবেল (SBCL)

15. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে,আর জ্ঞানীদের কান জ্ঞানের খোঁজ করে।

16. উপহার মানুষের জন্য পথ করে দেয়আর বড়লোকদের সামনে তাকে উপস্থিত করে।

17. মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলেতার কথা সত্যি মনে হয়,যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।

18. গুলিবাঁট করে ঝগড়া বন্ধ করা হয়আর দুই বলবান পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।

হিতোপদেশ 18