9. যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে,কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
10. বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা ঘা যত না লাগে,একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
11. বিদ্রোহী কেবলই মন্দের দিকে ঝোঁকে;তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে।