হবক্‌কূক 3:9-13 পবিত্র বাইবেল (SBCL)

9. তোমার ধনুক তুমি তুলে নিলেআর তোমার বাক্য অনুসারে শাস্তি দেবার জন্য লাঠিগুলো শপথ করেছে।[সেলা]তুমি পৃথিবীকে ভাগ করে দিলে নদনদী দিয়ে।

10. পাহাড়-পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল।ভীষণ জলস্রোত বয়ে গেল;গভীর জল গর্জন করে উঠলআর তার ঢেউগুলো উপরে তুলল।

11. তোমার উড়ন্ত তীরের ঝল্‌কানিতেআর বিদ্যুতের মত তোমার বর্শার চম্‌কানিতেআকাশে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।

12. ক্রোধে তুমি পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলেআর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে।

13. তোমার লোকদের উদ্ধার করতে,তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতেতুমি বের হয়ে আসলে।তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে,তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।[সেলা]

হবক্‌কূক 3