7. তারপর সেই দু’টা ছাগল নিয়ে তাকে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে নিয়ে যেতে হবে।
8. তাকে গুলিবাঁট করে দেখতে হবে যে, তার মধ্যে কোন্ ছাগলটা সদাপ্রভুর জন্য আর কোন্টা অজাজেলের জন্য।
9. যে ছাগলটা সদাপ্রভুর বলে দেখা যাবে হারোণ সেটা নিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করবে।