24. “কিন্তু ধিক্ ধনী লোকেরা!তোমরা পরিপূর্ণভাবেই সুখ ভোগ করছ।
25. ধিক্ তৃপ্ত লোকেরা!তোমাদের তো খিদে পাবে।ধিক্ যারা হাসছ!তোমরা দুঃখ করবে ও কাঁদবে।
26. ধিক্ তোমাদের, যখন সব লোকেতোমাদের প্রশংসা করে।এই সব লোকদের পূর্বপুরুষেরাভণ্ড নবীদেরও প্রশংসা করত।
27. “তোমরা যারা শুনছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের ভালবেসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের মংগল কোরো।