1. যিরীহো শহরের ধ্বংসের অভিশাপের অধীনে থাকা জিনিসের ব্যাপারে ইস্রায়েলীয়েরা অবিশ্বস্ত হয়েছিল। যিহূদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ঐ সব জিনিস থেকে কয়েকটা নিজের জন্য নিয়েছিল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি। আখনের এই কাজের জন্য ইস্রায়েলীয়দের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠেছিল।
2. যিহোশূয় যিরীহো থেকে অয় শহরে লোক পাঠালেন। সেই শহরটা ছিল বৈথেল শহরের পূর্ব দিকে বৈৎ-আবন শহরের কাছে। সেই লোকদের পাঠাবার সময় তিনি তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখে এস।” কাজেই লোকগুলো গিয়ে গোপনে অয় শহরের খোঁজ-খবর নিল।