যিহোশূয় 3:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. পরে তিনি পুরোহিতদের বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে নদী পার হয়ে যান।” কাজেই তাঁরা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে যেতে লাগলেন।

7. তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে সমস্ত ইস্রায়েলীয়দের চোখে আমি তোমার সম্মান বৃদ্ধি করতে আরম্ভ করব, যাতে তারা বুঝতে পারে যে, আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও আছি।

8. তুমি সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের বলে দাও যেন তারা যর্দন নদীর কিনারায় পৌঁছে এগিয়ে গিয়ে জলের মধ্যে দাঁড়ায়।”

9. যিহোশূয় ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা এখানে এস এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলেছেন তা শোন।

যিহোশূয় 3