যিহোশূয় 15:58-62 পবিত্র বাইবেল (SBCL)

58. হল্‌হূল, বৈৎ-সূর, গদোর,

59. মারৎ, বৈৎ-অনোৎ ও ইল্‌তকোন। এই ছয়টা শহর ও এগুলোর আশেপাশের সব গ্রাম তারা পেয়েছিল।

60. কিরিয়ৎ-বাল, অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম আর রব্বা। এই দু’টা শহর ও এগুলোর আশেপাশের জায়গা তারা পেয়েছিল।

61. মরু-এলাকায় তারা যে সব শহর ও গ্রাম পেয়েছিল সেগুলো হল:বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

62. নিব্‌শন, লবণ-নগর ও ঐন্‌-গদী। এই ছয়টা শহর ও এগুলোর আশেপাশের সব গ্রাম তারা পেয়েছিল।

যিহোশূয় 15