যিহোশূয় 12:8-14 পবিত্র বাইবেল (SBCL)

8. এই জায়গাগুলো হল উঁচু পাহাড়ী এলাকা, নীচু পাহাড়ী জায়গা, অরাবা, পাহাড়ের ঢালু জায়গা, পূর্ব দিকের মরু-এলাকা এবং নেগেভ। এগুলো ছিল হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের জায়গা।

9. এই সব জায়গার যে রাজাদের হারিয়ে দেওয়া হয়েছিল তাঁরা হলেন: যিরীহোর রাজা, বৈথেলের কাছে অয়ের রাজা,

13. দবীরের রাজা, গেদরের রাজা,

14. হর্মার রাজা, অরাদের রাজা,

যিহোশূয় 12