যিহিষ্কেল 23:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে সদাপ্রভু আমাকে বললেন,

2. “হে মানুষের সন্তান, দু’টি স্ত্রীলোক ছিল যারা একই মায়ের মেয়ে।

3. অল্প বয়স থেকে মিসর দেশে তারা বেশ্যাগিরি করত। সেই দেশেই লোকে তাদের বুক ধরে সোহাগ করে তাদের কুমারীত্ব নষ্ট করেছে।

4. তাদের মধ্যে বড়টির নাম ছিল অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। পরে তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল শমরিয়া আর অহলীবা হল যিরূশালেম।

29-30. তারা তোমাকে ঘৃণা করবে এবং তোমার পরিশ্রমের ফল নিয়ে নেবে। তারা তোমাকে উলংগ ও খালি করে রেখে যাবে। তোমার বেশ্যাগিরির লজ্জা তখন প্রকাশ পাবে। তোমার ব্যভিচার ও বেশ্যাগিরির ফলে এই সব তোমার উপর আসবে, কারণ তুমি জাতিদের সংগে ব্যভিচার করেছ, অর্থাৎ তাদের প্রতিমাগুলো দিয়ে নিজেকে অশুচি করেছ।

যিহিষ্কেল 23