8. “নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসেতেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?
9. সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে;তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকেবড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে।ইস্রায়েলের সেই পবিত্রজনের,তোমার ঈশ্বর সদাপ্রভুর গৌরব করবার জন্যতোমার ছেলেরা আসছে,কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
10. “বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবেআর তাদের রাজারা তোমার সেবা করবে।যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিতবুও দয়া করে আমি তোমাকে মমতা করব।