যিশাইয় 56:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. প্রভু সদাপ্র্রভু, যিনি বিদেশে ছড়িয়ে থাকা ইস্রায়েলীয়দের জড়ো করেন তিনি এই কথা ঘোষণা করছেন, “যাদের আগেই জড়ো করা হয়েছে তাদের সংগে অন্য জাতির লোকদেরও আমি জড়ো করব।”

9. মাঠের ও বনের সব পশু, তোমরা এসে খেয়ে ফেল।

10. ইস্রায়েলের পাহারাদারেরা অন্ধ, তাদের কোন জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে।

11. তারা এমন কুকুরের মত যাদের খিদে বেশী; তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিহীন রাখাল; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে।

যিশাইয় 56