5. আমার আংগুর ক্ষেতের প্রতি যা করবতা এখন আমি তোমাদের বলব:আমি তার বেড়া তুলে ফেলবআর তাতে জমিটা ধ্বংস হয়ে যাবে;আমি তার দেয়াল ভেংগে ফেলবআর তাতে তা পায়ে মাড়ানো হবে।
6. আমি ওটা একটা ধ্বংসস্থান করব;তার লতা ছাঁটাও হবে না এবং তার জমিও চাষ করা হবে না,আর সেখানে জন্মাবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ।আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়।”
7. সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আংগুর ক্ষেত হলইস্রায়েল-বংশের লোকেরা;আর যিহূদার লোকেরা হল তাঁর আনন্দের আংগুর-চারা।তিনি ন্যায়বিচারের খোঁজ করলেন কিন্তু দেখলেন রক্তপাত;তিনি সততার খোঁজ করলেন কিন্তু শুনলেন দুঃখের কান্না।
8. ধিক্ তোমাদের, যারা ঘরের সংগে ঘর আর ক্ষেতের সংগে ক্ষেত যোগ করছ; শেষে অন্যদের জন্য কোন জায়গা থাকবে না, আর তোমরা একাই দেশে বাস করবে।
9. আমি নিজের কানে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই কথা শুনেছি, “সত্যিই বড় বড় বাড়ীগুলো ধ্বংস হয়ে যাবে, সুন্দর সুন্দর দালানে কোন বাসিন্দা থাকবে না।