15. দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা;দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়।দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।
16. আগুন জ্বালাবার জন্য লেবাননের কাঠআর পোড়ানো-উৎসর্গের জন্য লেবাননের পশু যথেষ্ট নয়।
17. সমস্ত জাতি তাঁর সামনে কিছুই নয়;সেগুলোকে তিনি কিছু বলে মনে করেন না;সেগুলো তাঁর কাছে অসার।
18. তবে কার সংগে তোমরা ঈশ্বরের তুলনা করবে?তুলনা করবে কিসের সংগে?
19. কারিগরেরা ছাঁচে ঢেলে প্রতিমা বানায়;স্বর্ণকার তা সোনা দিয়ে মোড়েআর তার জন্য রূপার শিকল তৈরী করে।