যিরমিয় 45:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে যিরমিয়ের কাছে শুনে তা নেরিয়ের ছেলে বারূক গুটিয়ে রাখা বইয়ে লিখেছিলেন।

2. সেই সময় নবী যিরমিয় তাঁকে বললেন, “বারূক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছেন যে,

3. তুমি বলেছ, ‘হায়! সদাপ্রভু আমার ব্যথার উপরে আমাকে দুঃখ দিয়েছেন; আমি কাত্‌রাতে কাত্‌রাতে ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম পাচ্ছি না।’

যিরমিয় 45