1. যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের সময়ে সদাপ্রভু যিরমিয়কে বললেন,
2. “তুমি রেখবীয় বংশের লোকদের কাছে গিয়ে তাদের আমার ঘরের একটা কামরায় আসতে বল ও তাদের আংগুর-রস খেতে দাও।”
12-13. তারপর ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে যিহূদা ও যিরূশালেমের লোকদের কাছে গিয়ে এই কথা বলতে বললেন, “আমি সদাপ্রভু বলছি, কেন তোমরা আমার শিক্ষা গ্রহণ করছ না এবং আমার বাক্য পালন করছ না?