মীখা 5:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. ওহে সৈন্যদলে ঘেরাও হওয়া শহর, তোমার সৈন্যদল সাজাও, কারণ আমাদের বিরুদ্ধে একটা ঘেরাও হচ্ছে। শত্রুরা ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করছে।

2. সদাপ্রভু বলছেন, “কিন্তু, হে বৈৎলেহম-ইফ্রাথা, যদিও তুমি যিহূদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইস্রায়েলের শাসনকর্তা, যাঁর শুরু পুরানো দিন থেকে, অনন্তকাল থেকে।”

3. সেই সময় না আসা পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করবেন। প্রসব-যন্ত্রণা ভোগকারিনী তার সন্তানের জন্ম দেবার পরে সেই শাসনকর্তার যে ভাইয়েরা বন্দীদশায় আছে তারা ইস্রায়েলীয়দের সংগে যোগ দেবার জন্য ফিরে আসবে।

মীখা 5