বিলাপ 4:15-17 পবিত্র বাইবেল (SBCL)

15. লোকে চিৎকার করে তাদের বলেছে,“সরে যাও, তোমরা অশুচি।সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।”তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে;অন্যান্য জাতির লোকেরা বলেছে,“তারা এখানে আর থাকতে পারবে না।”

16. সদাপ্রভু নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন;তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না।লোকে পুরোহিতদের সম্মান দেখায় না,দয়া করে না বৃদ্ধ নেতাদের।

17. তবুও সাহায্যের জন্য মিথ্যাই তাকিয়ে থেকে থেকেআমাদের চোখ দুর্বল হয়ে পড়েছে;আমরা অনবরত এমন এক জাতির দিকে তাকিয়ে ছিলামযে জাতি আমাদের রক্ষা করতে পারত না।

বিলাপ 4