বিচারকর্তৃগণ 9:21-23 পবিত্র বাইবেল (SBCL)

21. এর পর যোথম পালিয়ে বের্‌ নামে একটা জায়গায় চলে গেল। সে তার ভাই অবীমেলকের ভয়ে সেখানেই বাস করতে লাগল।

22. অবীমেলক তিন বছর ইস্রায়েলীয়দের শাসন করলেন।

23. তারপর ঈশ্বর অবীমেলক ও শিখিমের লোকদের মধ্যে একটা মন্দ আত্মা পাঠিয়ে দিলেন। তাতে শিখিমের লোকেরা অবীমেলকের সংগে বিশ্বাসঘাতকতা করল।

বিচারকর্তৃগণ 9