1. ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় মীখা নামে একজন লোক ছিল।
2. সে তার মাকে বলল, “তোমার যে তেরো কেজি দু’শো গ্রাম রূপা চুরি হয়ে গিয়েছিল এবং যার জন্য তোমাকে আমি অভিশাপ দিতে শুনেছি তা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।”তখন তার মা বলল, “বাবা, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন!”
10-11. মীখা তাকে বলল, “আপনি তাহলে আমার সংগেই থাকুন এবং আমার পুরোহিত হয়ে পিতার মত হন। আমি আপনাকে বছরে একশো বিশ গ্রাম করে রূপা এবং খোরাক-পোশাক দেব।” এই কথা শুনে সেই লেবীয় ভিতরে গেল এবং তার সংগে থাকতে রাজী হল। মীখা সেই যুবকটিকে তার একজন ছেলের মতই দেখতে লাগল।