প্রকাশিত বাক্য 16:4-7 পবিত্র বাইবেল (SBCL)

4. পরে তৃতীয় স্বর্গদূত নদী আর ফোয়ারার উপরে তাঁর বাটিটা উবুড় করলেন। তাতে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল।

5. জলের উপরে যে স্বর্গদূতের ক্ষমতা ছিল আমি তাঁকে এই কথা বলতে শুনলাম:“হে পবিত্র, তুমি আছ এবং তুমি ছিলে।তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ।

6. এই লোকেরা ঈশ্বরের লোকদের ও নবীদের খুন করেছে।তাই তুমি তাদের এই রক্ত খেতে দিয়েছআর এটাই তাদের পক্ষে উপযুক্ত হয়েছে।”

7. আমি বেদী থেকে একজনকে এই কথা বলতে শুনলাম:“সর্বশক্তিমান প্রভু ঈশ্বর,তোমার সব বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।”

প্রকাশিত বাক্য 16