পরমগীত 5:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. হে যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি,যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাওতবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।

9. ওহে সেরা সুন্দরী,অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল?তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে,তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?

10. আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল,লাল্‌চে তাঁর গায়ের রং;দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।

11. তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;

পরমগীত 5