পরমগীত 1:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. হে আমার প্রিয়তমা,ফরৌণের রথের এক স্ত্রী-ঘোড়ার সংগেআমি তোমার তুলনা করেছি।

10. তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে,তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছেআর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।

11. আমরা তোমার জন্য সোনার কারুকাজ করারূপার কানের দুল তৈরী করব।

পরমগীত 1