নহূম 3:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. ধিক্‌, সেই রক্তপাতের শহর, যেটা মিথ্যা ও লুটের জিনিষে ভরা, যেখানে সব সময় মানুষ-শিকার চলছে।

2. শোন, চাবুকের শব্দ, চাকার ঘড়ঘড় শব্দ; সেখানে ঘোড়া লাফ দিয়ে দিয়ে চলছে; রথ বেপরোয়া ভাবে চলছে;

3. ঘোড়সওয়ারেরা আক্রমণ করছে, তলোয়ার চম্‌কাচ্ছে, বর্শা চক্‌ চক্‌ করছে। দেখ, অনেক আহত লোক আর মৃতদেহের ঢিবি, অসংখ্য মৃতদেহ, লোকে মৃতদেহের উপরে উছোট খাচ্ছে।

নহূম 3