দানিয়েল 9:1-2-4 পবিত্র বাইবেল (SBCL)

1-2. মাদীয় অহশ্বেরশের ছেলে দারিয়াবসকে বাবিল রাজ্যের রাজা করা হয়েছিল। তাঁর রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল নবী যিরমিয়কে দেওয়া সদাপ্রভুর বাক্য অনুসারে শাস্ত্র থেকে বুঝতে পারলাম যে, যিরূশালেম সত্তর বছর ধ্বংস হয়ে পড়ে থাকবে।

3. সেইজন্য আমি উপবাস করে, চট পরে এবং ছাই মেখে অনুরোধ ও মিনতির সংগে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।

4. আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমি প্রার্থনা করলাম ও পাপ স্বীকার করে বললাম, “হে প্রভু, তুমিই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর। যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার অটল ভালবাসার ব্যবস্থা রক্ষা করে থাক।

দানিয়েল 9