5. সদাপ্রভুর সামনে, সমস্ত দুনিয়ার প্রভুর সামনেপাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
6. মহাকাশ তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে,আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
7. যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করেতারা সবাই লজ্জায় পড়ুক;সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।
8. হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনেসিয়োন আনন্দিত হয়েছে,যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।
9. হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর;সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।