গীতসংহিতা 96:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য।

7. হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।

8. তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;উৎসর্গের জিনিস নিয়ে তাঁর উঠানে এস।

9. সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁকে শ্রদ্ধা জানাও;পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।

10. বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “সদাপ্রভুই রাজা।পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না;তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।”

গীতসংহিতা 96