8. আমার নিজের লোকদের আমার কাছ থেকেতুমি সরিয়ে নিয়েছ;তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ।আমি আট্কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
9. দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্সা হয়ে গেছে।হে সদাপ্রভু, প্রতিদিন আমি তোমাকে ডাকি;আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
10. যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি আশ্চর্য কাজ কর?মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
11. কবরের মধ্যে কি তোমার অটল ভালবাসাআর নরকে কি তোমার বিশ্বস্ততার কথাপ্রচার করা হবে?