গীতসংহিতা 86:3-6 পবিত্র বাইবেল (SBCL)

3. হে প্রভু, আমার প্রতি দয়া কর,কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।

4. তোমার দাসের মনে আনন্দ দাও,কারণ হে প্রভু, আমার অন্তরআমি তোমার দিকেই তুলে ধরছি।

5. হে প্রভু, তুমি মংগলময় ও ক্ষমাশীল;যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালবাসায় ভরপুর।

6. হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও;আমার মিনতির কান্না তুমি শোন।

গীতসংহিতা 86