7. গবালীয়েরা, অম্মোনীয়েরা, অমালেকীয়েরাআর সোর-বাসীদের সংগে পলেষ্টীয়েরা;
8. এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছেআর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]
9. তুমি মিদিয়নীয়দের প্রতি যা করেছিলে,কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে,এদের প্রতি তা-ই কর।