গীতসংহিতা 82:5-7 পবিত্র বাইবেল (SBCL)

5. শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই,তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে;জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে।

6. আমি বলেছিলাম, “তোমরা যেন ঈশ্বর,তোমরা সবাই মহান ঈশ্বরের সন্তান।

7. কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে;অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”

গীতসংহিতা 82