3. আমি যখন ঈশ্বরের কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম;ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
4. তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।
5. অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
6. রাতের বেলায় আমার সব গানের কথা আমার মনে পড়ত;আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতামআর মনে মনে প্রশ্ন করতাম-