গীতসংহিতা 75:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. তোমাদের শিং উঁচুতে তুলো নাআর ঘাড় বাঁকিয়ে কথা বোলো না।’ ”

6. পূর্ব কি পশ্চিম কিম্বা মরু-এলাকা থেকেকেউ রক্ষা করতে আসে না;

7. কিন্তু ঈশ্বরই বিচার করেন;তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।

8. সদাপ্রভুর হাতে একটা পেয়ালা আছে,তাতে ফেনিয়ে ওঠা মশলা মিশানো আংগুর-রস রয়েছে।তিনি সেই পেয়ালা থেকে ঢেলে দেন;পৃথিবীর সব দুষ্ট লোককে তার তলানি পর্যন্ত খেতেই হবে।

গীতসংহিতা 75