14. লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলেআর তার দেহটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে।
15. তুমি ফোয়ারা ও ছোট নদীর পথ খুলে দিয়েছ;অনেক কালের বয়ে যাওয়া নদী তুমিই শুকিয়ে ফেলেছ।
16. দিন তোমার, রাতও তোমার;চাঁদ-তারা ও সূর্য তুমিই স্থাপন করেছ।
17. পৃথিবীর সব কিছুর সীমা তুমিই ঠিক করে দিয়েছ;তুমিই শীত ও গ্রীষমকাল তৈরী করেছ।