গীতসংহিতা 69:32-35 পবিত্র বাইবেল (SBCL)

32. তা দেখে নম্র লোকেরা খুশী হবে;তোমরা যারা ঈশ্বরকে জানবার জন্য আগ্রহী,তোমরা বেঁচে থাক।

33. সদাপ্রভু অভাবীদের কথা শোনেন;তাঁর লোকেরা, যারা বন্দীদশায় আছে,তাদের তিনি নীচু চোখে দেখেন না।

34. আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক;সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণীতাঁর প্রশংসা করুক;

35. কারণ ঈশ্বর সিয়োনকে উদ্ধার করবেন,যিহূদার শহরগুলো আবার গড়বেন;তখন তাঁর লোকেরা সেখানে বাস করবেআর তার অধিকারী হবে।

গীতসংহিতা 69